কেউ যদি মনে করো
প্রতিটি সিড়ি অতিক্রমে স্বার্থ নিহিত
এক এক করে পার হয়ে যাবো
পিছন ফিরে তাঁকাবোনা!
তবে সে, সেই সংগে এটাও মনে রেখো-
যে স্বার্থ সিড়ি বেয়ে আজ ওপরে উঠছো
সে সিড়ি একদিন নিজেই ধ্বসে যাবে,
সেদিন চূর্ণ বিচূর্ণ হবে তোমার স্বপ্ন কল্পনা।


কোন কিছুই কোনোদিন
মানুষের জীবন থেকে হারায়না, পালায়না
তাঁর ভেতরই অন্তনিহিত থাকে অনাদিকাল
প্রতিটি অংগের প্রতিটি শিরা উপশিরায়,
আর যদি সেই সিড়িগুলোর
কড়ায় গন্ডায় মুল্য দাও-
তবে দেখবে ওপড়ে উঠতেই আছো
অনায়াসে পৌঁছে গেছো গন্তব্যের ওপারে।।


রচনাঃ ১৭ কার্তিক, ১৩৯৯