বর্ষা দুপুর- ঝুম ঝুম যেনো নূপুর
ডাকছে ডাহু, পানকৌড়ি রাতদুপুর
খোলা জানালায় মন টাপুর টুপুর,
ভেজা ভেজা চোখ দু’টো সাপুর সুপুর
কতদিন হয়! তুমি আছো কতো দূর?
বিল হাওড় শুকে আবার পূর্ণ ভরে ...
চিতল বোয়াল কাতল আনন্দে ভাসে
মাছরাঙা ফিঙে বলাকারা সাথে নাচে।


ক্ষণে বৃষ্টি, ঘন মেঘ, ক্ষণে সোনা রোদ
প্রকৃতির এ লীলাখেলা, দারুণ বোধ!
টোনাটুনি ফেরে নীড়ে গোধূলির বেলা
গাছে মাঠে ক্ষেতে সাজে সবুজের ছায়া,
কালিজিরা বিন্নিতে আমন বীজতলা-
গ্রাম-গঞ্জে ফুটবে হাসি কার্তিক মেলা।।


'বরষার আয়োজন'