তোমার কাজল কালো নীলনয়ন
আমার হয়েছে যতো মরণ
নয়ন মুদুলে স্বপন,
স্মৃতিতে শুধু তোমায় স্মরণ
যেখানেই হোক- আহরণ, বিচরন।


আমার এ আশাবাদী মন
কবে পাবে বাস্তব রুপায়ন
কবে -গো করবে বরণ,
ও-গো বন হরিনীর মন
ও আমার অবুঝ মনের পণ,
তোমায় শুধুই করে আমন্ত্রন।


আর তোমার পথ চলা
সে-তো এক বড়ো জ্বালা
ও- মিষ্টি মধুর গলা-
আমায় করে আত্ম-ভোলা।


ও-গো ভুলিবো না-কি!
করতে পারলে এমন প্রশ্নটি?
তোমায় কোনোদিন দেবোনা ছাড়ি
যদিও কখনোও করো গালাগালি-
প্রয়োজনে দেবো পাড়ি;
সাত সাগর তেরো নদী।


সহৃ করবো মানঅভিমান, অপমান
ও-গো তুমি আমার এক চন্দ্রামান-
আমার কন্ঠ হারিয়েছে কথা, গান।


নয় শুধু তোমার ও- দু’টোনয়ন
কেশ মেলিলে ধৃত অপরুপ গড়ন।।


রচনাঃ ১৯৯০ ইং