এবার ফিরে দেখি; সে আর সে নাই
হয়েগেছেন তিনি, অন্যের ঘরনি।


কহিলাম তারে কি বুঝিলে মোরে
না বলে তুমি, গেলে মোরে ছেড়ে-


এই ধরাতলে কে আর রইলো আপন
যে মোর কথাগুলো রাখবে গোপন।


তুমি আকাংখাগুলো করেছিলে প্রসারিত
ডানামেলে হয়েও- ছিলো উতফুল্য!


দুঃখ থেকে রেখেছিলে বঞ্চিত-
আজ পৃথিবীটাকে করলে সস্কুচিত।


জানি পাবোনা আর অতিতের মান
তবু গেয়ে যাবো আজীবন তোমারই গান।


০৩ জানুয়ারী, ১৯৯১