আমি নিলজ্জ, আমি অসহ্য-
মুখোশধারী সমাজপতির ধ্বংস,
আমি করিনা কারো তোষামোদ
হতে চাইনা খোশ আমদেদ্!
আমি প্রতিবাদক, আমি প্রতিষেধক
আমি বিষধর, আমি অশান্ত-
ছোবলে করি ক্ষত বিক্ষত;
যতো আছে অন্যায়-অত্যাচার, নিপিড়ন, নির্যাতন-
আমার কাছে ওরা নয় গন্য মান্য, নয় কেউ মৌণ!


আমি পেতে চাইনা কারো ধন্যবাদ
আমি অবসাদ, আমি অকৃতজ্ঞ-
ঘুনে ধরা সময়ের ক্যান্সার, অপয়া
আমার নেই কোনো ভোগ লালসা।
আমি চাঁদ চাইনা , চাইনা সূর্য,
চাই রোদ, বৃষ্টি, দুঃখ, কষ্ট-
পথকলি অনাথ বৃদ্ধাশ্রমের যা সহ্য,
নিকুচি; দাষপ্রথা, ভিক্ষাবৃত্তি, পশুত্ব?


আমি হতে চাইনা নম্র, ভদ্র-
কারো কাছে মহামান্য,
আমি অধিকার আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ
আমি শিরোনামের শেষ, দুষ্টের দুষ্ট
আমি গোকরা, আমি নষ্টের নষ্ট-
অন্যায়ের বিরুদ্ধে তোমার ইচ্ছে শক্তিই যথেষ্ট
বুক নয় পিঠ নয়, মেরুদ্বন্ড রাখো শক্ত।
তোমরা হইওনা আমার অন্ধ ভক্ত!
বিচ্যুতি হলে আমায় আঘাত করো।


আমি চাইনা নীলাকাশ, চাইনা অট্টালিকা
চাই শুধু খাঁটি একচিলতে ঠাঁই-
যেখানে উঁচুনিচু সকলে ভাইভাই।


আমি বাজপাখি, আমি বজ্রপাত-
আমার নেই কোনো কুল জাত!
আমার ডানার ঝাপ্টায় হোক নির্বংশ-
অঝুত নিঝুত অশুভ রাত, অদৃশ্য ।


১০ শ্রাবণ, ১৪২১
২৫ জুলাই, ২০১৪
২৬ রমজান, ১৪৩৫