তুমি পাহাড় দেখেছো, পর্বত দেখেছো-
দেখেছো হিমালয় ঝরণা,
দেখোনি অবিরত বৃষ্টি, চোখজল সাগর।


তুমি রেললাইন দেখেছো, রেলগাড়ী দেখেছো
হয়েছো রেলের যাত্রী-
তবু জানোনা সে রেল ইঞ্জিনের কত তাপমাত্রা?


তুমি সুখ বুক দেখেছো, সুখপাখির গান শুনেছো
হয়ত জেনেছো সুরের মাত্রা-
কিন্তু জানোনা সে সুখ উল্টাপিঠের দুঃখ হিষ্ট্রি!


তুমি ভোরের সূর্য দেখেছো, দুপুরে সানগ্লাস পড়েছো
নিয়েছো পড়ন্ত বিকেলের স্বাদ-
কখোনি কি হেঁটেছো অমাবশ্যা রাতে একা?


তুমি শীতল দেখেছো, রংধনু দেখেছো
করেছো রং নিয়ে যা ইচ্ছে তাই খেলা-
তবে আজও দেখো নাই ঝড় টর্ণেডো জলশ্বাস।

তুমি লালগোলাপ দেখেছো, সাদা নীল হাজার রকম
ঘ্রাণ নিয়েছো বাহারি বিলাসি সৌরভের-
শুধু আজও জানোনা! গোলাপকাটা বিঁধলে কতো জ্বালা?


রচনাঃ মঙ্গলবার
০৭ শ্রাবণ, ১৪২১
২২ জুলাই, ২০১৪
২৩ রমজান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ