উজাড় করে দাও আজ
নিজ নিজ গুরু কাজ,
পাড়া-প্রতিবেশি আত্মীয়রাও সাজো
বন্ধু-বান্ধবী আমার বাড়ি এসো
মনের কেনা থাকলে ভুলো।


সুখি-দুঃখী, বস্তি, পথকলি;
হাত ধরে একসাথে চলি-
ধণি-গরীব ভেদাভেদ যেনো না করি,
বাদশাহ-ফকির মানুষ সবাই-
এক কাতারে কাঁধে কাঁধ মিলাই
হিন্সা-বিদ্বেষ ভুলে যাই,
মনের কালিমা সব সরাই।


খোদার দরবারে দু’হাত তুলি;
আজকার ঈদগাহ মাঠখানি-
প্রতিটি দিন যেনো এমন থাকি,
বিপদে-আপদে একে অন্যের জানি।


সোমবার
১৩ শ্রাবণ, ১৪২১
২৮ জুলাই, ২০১৪
২৯ রমজান, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ