তুমি কেনো ভালোবাসলে আমাকে
কেনো দিলে তোমার মনটাকে-
কেনো চেয়ে থাকো আমার আসার পথে
দেখা হলে নির্বাক মুখের পানে।


বলো, আমার এমন কি আছে!
যা তোমায় অবাক করে;
দাতগুলো আঁকাবাকা কুশ্রি,
তবু কেনো আমার হাসিতে হাসো-
সব উজাড় করে আমায় ভালোবাসো।

আমার নাকটা বোচা!  
নয়ন আলো-আঁধার দেখে-
কর্ণে সব সময় পথ্য লাগে,
তবু কেনো তুমি আমার হলে
দিলে তোমার স্বচ্ছ মনটাকে-
একটা লম্পট, ইডিয়েট, দুষ্টকে।


চুলহীন মাথা বেল হয়েছে!
যে দেখে সে বেটে বলে-
উপহাসে গার্লিভার নামে,
তবু কেনো তুমি কাছে এসো
আমার হাত ধরে পাশে বসো।


সেইসব তোমায় প্রতিনিয়ত বলি;
যা অন্যদের কাছেও অসহ্য, বিরুক্তি-
তবু কেনো তুমি আমার পিছে হাঁটছো,
নিজেকে শুধু শুধু বিলিয়ে নিঃশ্বেষ হচ্ছো।।


রচনাঃ ১৩ জানুয়ারী, ১৯৯২