বছর আসে বছর যায়
মোদের আশা অমনি রয়
আকাশ ভেঙে ধূলো হয়-
জমানো মেঘ কাদা ছিটায়,
আলো জ্বেলে আঁধার দেয়।


ঠেলায় পড়লে প্রতিজ্ঞা ছড়ায়
কাজের কাজ তেমনি রয়
আগের মতোই বাকি লয়-
সাহেব বাবুর বন্ধি খাঁচায়,
ভালবাসা চেয়ে দুঃখ বিলায়।  


মোদের পুষে আখের গোছায়
পাকা ধানে ঘুঘু উড়ায়
দুধ সড় বিড়াল খায়-
ঝুটা হাঁড়ি মোদেরই মাজতে হয়,
মৌচাক দেখায় পিঁপড়ার বাসায়।


শনিবার
১৮ শ্রাবণ, ১৪২১
০২ আগষ্ট, ২০১৪
০৪ শাওয়াল, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ