ভালোবেসেছি কখন!
তাই-তো জানেনা মন,
তোমায় ভাবতে চাইনা সারাক্ষণ-
বারণ মানোনা, মনে পড়ো কারণ অকারণ
মৌ মাছির গুঞ্জণে ভরেছে মধুবন-
বাগানে টগবগ করছে স্বপন,
আকাশ ছুঁয়েছে মন!  
চুয়ে পড়বে জৌলস যখন তখন
হাওয়ায় বইছে কথোপকথন,
শ্যামা দোয়েল গাইছে অটুট বন্ধন
টোনাটুনি পড়াবে রাখিবন্ধন, সংগোপন।


কখন নিভে গেছে হৃদয়ের পোড়া দহন!
তাই-তো জানেনা মন,
ঝরা পাপড়িগুলো ফিরে পেয়েছে জীবন
গড়েছে শখের বাড়ি সাত কাহন-
আমার নীলিমায় চাঁদ ছিলোনা যখন
তখন তুমি এসে করলে আলগা এ মন
টুই টুম্বর করলে ভূবন।।


মঙ্গল বার
২১ শ্রাবণ, ১৪২১
০৫ আগষ্ট, ২০১৪
০৮ শাওয়াল, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ