না- না- না-
তুই জানিস না!
তোর জানকে বুঝিস না ভুল
তোর মনটাকে করিস না খুন,
মধুতে ভরা আমার এই মন
তোর জন্য আগে ছিলো যেমন।


না- না- না-
তুই মনে বিঁধিস না প্রেমকাঁটা
ও জ্বালা সইতে পারবো না
জমাছ না মেঘ কুন্ড
শুকাছ না ফুল
খোলা আছে তোর জন্য-
তোর ময়নার মন জানালা
আকাশ সমান অগণিত যার ডানা,
কোনো বাঁধাই আটকাতে পারবেনা তোর কবুতর
কাল নয়তো পরশু আসবে তোর বুকের ওপর,
বটবৃক্ষ ছায়ায়-
সেথায় বলিস নাই কথা, প্রথম দেখায়!
ফিক হেসেছিলো তারোকারা-
লজ্জাবতি! ভুলেছিলো সাথে সখি সখা।


না- না- না-
ভাবিস না ছলাকলা!
গতরাতে তোর তোতার চোখে ঘুম ছিলোনা
উসলিয়ে পড়তে ছিলো তোর পাওনা
এবার পুসিয়ে নিস তোর লেনা দেনা;
শত জল্পনা, কল্পনা-
তোর মনের জমানো যতো কামনা বাসনা।


বুধবার
২২ শ্রাবণ, ১৪২১
০৬ আগষ্ট, ২০১৪
০৯ শাওয়াল, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ