কতো হাসি,
কতো গান-
কতো অভিমান!
মন গুন গুন সারাক্ষণ;
তুমি আমার-
তুমি আমার।


হঠ্যাৎ কেনো বাধা?
পাজড়ে ব্যথা!
ঘুরে দাঁড়ায় আশা;
ছুঁই ছুঁই জোছনা!


মন শুধু শুধু চায়!
কাজের অন্তরালে
কিংবা অবসরে,
ছুটতে ইচ্ছে করে;
তোমার সুখের জন্যে।


এবার বাড়ি এলে;
আমায় নিয়ে যাবে-
তোমার বান্ধবীদের বাড়িতে
পরিচয় করে দেবে-
ইয়ের দ্বিধা নেই মরতে;
যে কোনো মূহর্তে-
এই আমার জন্যে।


ফিরে এসে;
সূর্য যখন পাঠে নামে
ঠিক তখন  দু’জনে,
না বলে চুপে চুপে-
ছুটে যাবো ঘাঘটের তীরে
ঘুরে বেড়াবো বালুচরে-
পাখ-পাখালির বাঁধা ঘরে,
বাদাম ফুঁটি সবুজ ক্ষেতে-
দুজনে দু’জনার হাত ধরে।।


রচনাঃ ১৯৯০