যুব- যুবরা, ভেঙে এসো বোবাবদ্ধ তালা
থেকোনা আর দূরে দূরে- দিয়ে গা ঢাকা,
আড়াল রেখোনা আর দগ্ধ পিঠের চামড়া
সূর্যালোকে চলে এসো আঁধার ছেদ করে
শক্ত হাতে ধরো তবে, যা আছে সাথে-
অবহেলায় অনেক কিছু গেছে হারিয়ে,
সময়ে বনের মষ তাড়াতে হয় নিজের খেয়ে
বাঘের সাথে লড়তে হলে সিংহ হতে হয়,
বিড়াল হয়ে লেজ গুটে ঘরের কোনে নয়।
আদরে পোষা কাল সাপ
যদি ভাবে সে তার বাপ-
সে সাপ দ্রুত তাড়াতে হয়,
বিষধর হয়ে- ওযা ধরে নয়!
শত্রু পক্ষ ঘায়েল করতে বোকা হতে হয়
বিজ্ঞদের সৎ সুযোগে শত্রু ছোবল দেয়।
যুব- যুবরা, আর থেকোনা বসে!
প্রয়োজনে নাও হাতে তলোয়ার তুলে
শত্রু পক্ষ দমন করো শত্রুরে দিয়ে-
লড়ার মতো লড়তে হবে মরণ পণে
যতোক্ষন বিজয় আসে নাই হাতে,    
নিজ বুদ্ধি খেটে এবার সোনা আনো ঘরে
দেশ এখন তাকিয়ে আছে তোমার দিকে।।


মঙ্গল বার
২৮ শ্রাবণ, ১৪২১
১২ আগষ্ট, ২০১৪ (যুব দিবস)
১৫ শাওয়াল, ১৪৩৫