এ দেশে থাকা, যে বলে ফাঁকা-
আসলে তাঁর চোখ দু’টোই বাঁকা
তার চলার পথ নয় সাদামাঠা সোজা,
এদেশের মাটি সকলকে দেবে হাসি
মাটি চিড়ে ঢুকবে যেদিন বিজ্ঞানি!
বুঝবে সেদিন, ফাঁকা নেই কোনোখানে
শুধু সম্পদ রয়েছে সর্বত্র ছড়ে।


এ দেশের মাঠে, ঘাটে, গাছে, ঘাসে-
প্রতিটি পদে পদে সোনা আছে মিশে
অবহেলায় গা দিতে নাই স্রোতে ভেসে,
সেগুলো সংগ্রহে প্রযুক্তি, বুদ্ধি খাটাতে হবে
এগিয়ে আসতে হবে সকলকে ঐক্যতানে
নিজের কিছু সুখ শান্তি স্বার্থ ত্যাগ করে-
পরবর্তী বংশধরদের মঙ্গল কামনার্থে।


রচনাঃ ১৯৯০ ই