শত মানুষের কত কলতান
বাহবায় গায় বাংলার গান,
অপরূপ সাজে বাংলা অম্লান
রাখবো মোরা বাংলার মান-
যতো আছি বাংগালি সন্তান।


এ দেশের মাটির বুকে
সোনারুপার ফসল ফলে,
সোনালি ধানের শীষে-
যখন আঙিনা ভরে ওঠে,
চাষাচাষি হাসিখুশি থাকে।


কন্ঠে ভাটিয়ালি গান ধরে,
গেয়ে চলে আনমনে মধুর সুরে
সকলে মিলে ঐক্যতানে-
ও-ভাই আমরা সবার জন্যে,
ফসল ফলাচ্ছি ক্ষেতে খামারে।


বাংলাকে এত রূপে সেজে
পৃথিবী যেন হার মানলে!
যতো বিদেশী আসে ভ্রমণে  
সকলে করে কানাকানি ...
সত্যিই বাংলা প্রকৃতির রাণী।


রচনাঃ ১৩৯৯ বাং