নদী ভাঙনের মতো
আমার জীবন যে যাবে ভেঙে
তা আগেই বুঝেছিলাম-
তুমি আজ তা আরও স্পষ্ট করলে!
রানার্স আপের পরিচয় নিয়েই  
বাচতে হবে আমায়,
চ্যাম্পিয়ন হতে পারবোনা।


তাই নদীটির ওপাড়ে-
আজও চর জাগায়নি, ঠেলে দিয়েছি
নতুন করে আর জাগাতেও চাইনা
জলে ভেসে আছি, ভেসে চলছি-
এমনিভাবে শেষ অবধি ... সমাধি।।


রচনাঃ ২২ কার্তিক, ১৩৯৯