দুঃখ আমার !!!


আমার দুঃখে নয়
আমার কষ্টে নয়-
আমার পাঁজরে ব্যথা, তাও নয়
মেরুদ্বন্ড সোজা করতে পারিনা তাতেও নয়।
আমার কোনো ক্ষত বিক্ষতে নয়
আমার সূর্য অস্তমিতে নয়-
আমার চন্দ্র গ্রহণ অমাবশ্যায় নয়,
আমার দুঃখ তার সুখ।
সে কেনো হাসি খুশি
সে কেনো সচল?
সদা সর্বদা আনন্দ স্ফূর্তি
উন্নয়নের দ্বাড় প্রান্তে উঁকি
তার বাগানে ফুঁটে জুই জবা গোলাপ।

আমার দুঃখ;
তার হাতে ইচ্ছে ঘুড়ি
পাড়ি দেয় মহাসাগর সমূদ্র,
প্রদক্ষিন করে মহাকাশ নভোমন্ডলি।


এমন দুঃখ কাম্য কারো উচিৎ নয়-
তার সুখে, আমার হাসি যেনো স্বাগত জানায়।


বুধবার
০৫ ভাদ্র, ১৪২১
২০ আগষ্ট, ২০১৪
২৩ শাওয়াল, ১৪৩৫