রাতের এই আঁধারে একলা জাগছি
আর মনের বেলকুনিতে তোর কথাই ভাবছি
তোকে নিয়ে হরেক রকম ছবি আঁকছি;
চাঁদের দেশের দুই নভোচারি-  
কখনো শ্রীমঙ্গল, জাফলং, সুন্দরবন, ফ্যান্টাসি  
তোর পড়নে বেগুনি রেশমি হলুদ বেনারশি।

বিলে উড়ছে একটা ছোট্ট শালিক পাখি
পিছে ছুটছিস তুই সংগে আমি ...
মেঘকুন্ডলি সরে উঁকি দিচ্ছে রবি
পড়ন্ত বিকেলে খুলছে ভোরের আঁখি
কাজল কালোগুলো আলো হয়ে-
জ্বলছে আমার এই অন্তরে তোর শিহরণে।


দূধর্ষ বিপদগুলো, সুগম সুদূর সুপথ হয়ে
শিস দিয়ে যাচ্ছে এই মনের কোণে-
কোন জগতে আছিস তুই এই লগনে!
বলে-দে আমায় বাতাসের কানে কানে-
ধরা-দে ভেসে এসে, ঘুম এনে, স্বপ্নের ঘরে।।


শুক্রবার
০৭ ভাদ্র, ১৪২১
২২ আগষ্ট, ২০১৪
২৫ শাওয়াল, ১৪৩৫


উত্তরা, ঢাকা