আমাকে আঘাত দিয়ে
তুমি যদি ভুলে থাকতে পারো
হাসি আনন্দ স্ফুর্তিতে থাকো
তবে তুমি আরও আঘাত দাও
করোনা কোনো কার্পণ্য-
তোমার হাসি আনন্দ স্ফুর্তিতে
আমার ব্যথাগুলো ভুলে যাবো।


আমাকে দুঃখ দিয়ে
তুমি যদি সুখি হও
তবে যতো পারো,
আরও দুঃখ দাও
কোনো আপত্তি নেই
আমি বিন্দুমাত্র দুঃখ পাবোনা
তোমার সুখের মাঝে
আমার আলখাল্লা সুখ পাবো।


আমাকে অপমানিত করে
তুমি যদি সন্মাণিত হও
তোমার কৃতিত্ব যদি আরও বাড়ে
তবে অপমানিত করতেই থাকো
আমি মোটেই হবোনা মন ক্ষুন্ন
তোমার কৃতিত্বের মাঝে
আমার সন্মাণ বাড়িয়ে যাবে।


তোমার চিঠিগুলো ফেরত নিয়ে
তুমি যদি তোমার হৃদয় থেকে
আমার কথাগুলো মূছে ফেলতে পারো
তবে যে ফটোকপি করে রেখেছি
সেগুলোও ফেরত দেবো।
কিন্তু একটিবার কি ভেবেছো
হৃদয়ের লেখাগুলো ফেরত নেবে কী করে?


রচনাঃ ২৯ কার্তিক, ১৩৯৯