(আমার ছেলে শাকিল রহমান শুভ সপ্তাহ আগে আমায় বলেছিল আব্বু শেখ মুজিবকে নিয়ে কবিতা লিখলেনা?


সেই প্রেরনায় লিখলাম আজ এই কবিতাটি, জানিনা কতটুকু লিখতে পেরেছি?)
*****   *****  *****  *****  *****  *****  *****  *****


শেখ মুজিবুর রহমান
বাংলায় কেউ নয় তোমার সমান
আকাশে বাতাসে ভাসে তোমার নাম
কখনোও শেষ হবার নয় তোমার গুনগান
আদি-অন্ত, জমিন-আসমান।


শেখ মুজিবুর রহমান
হয়তো কোনো একদিন
থেমে যাবে পদ্মা মেঘনা যমুনার বহমান
সেদিনেও গজাবে তোমার সেনাসদন,
ভূলবেনা জাতি বত্রিশ নম্বরের রক্ত বন্যার বনায়ন।


শেখ মুজিবুর রহমান
আজ বুড়িগঙ্গা তুরাগের স্রোত মৃত প্রায়
অথচ তোমার সন্তান বেড়েই চলছে অবলিলায়  
ঠেকাবার সাধ্য কার?
তুমি শুধু বাংলাদেশ নও বাঙ্গালি জাতির অহংকার
তুমি একুশে ফেব্রুয়ারির অধিকার
আন্দোলন করেছো স্বাধীকার।


শেখ মুজিবুর রহমান
তোমার ডাকে টুইটুম্বর রেসর্কোস ময়দান
আজও যা পারেনি কোনো বাঙ্গালি সন্তান
পারবেওনা কেউ কোনোদিন, তুমি মহীয়ান!


শেখ মুজিবুর রহমান
তোমার আদর সোহাগে যারা লালিত পালিত
তারাই পনেরো আগষ্ট করলো তোমার গোটা পরিবার ধ্বংস-
প্রবাসের সুবাদে বেঁচে গিয়েছিলো শেখ রেহেনা,
শেখ হাসিনা।
তবু ক্ষান্ত নয় হানাদার নরপিশাচ হায়েনা শত্রুরা
একুশে আগষ্ট ফের চালালো গ্রেনেড হামলা,
আল্লাহর অশেষ কৃপায় এবারও রেহাই পেলো শেখ হাসিনা!
তবে সে নৃশংস হত্যাকান্ডে অনেকেই রক্ষা পেলোনা;
আইভিসহ নাম না-জানা ত্যাগী খাঁটি সোনা।  


শেখ মুজিবুর রহমান
তুমি অম্লান!
তুমি শহর গ্রাম গঞ্জের অমর আবহমান
তুমি আজও পল্লীদুখীনি মায়ের আদরের সন্তান,  
তোমায় নিয়ে লেখা যায় লক্ষ কোটি কবিতা গান।।


রবিবার
০৯ ভাদ্র, ১৪২১
২৪ আগষ্ট, ২০১৪
২৭ শাওয়াল, ১৪৩৫


উত্তরা, ঢাকা