রক্ত চেতনার দিনে
মহান একুশে ফেব্রুয়ারী'তে
হালুয়া হাল ছেড়েছে, জালুয়া জাল
মাঝি তার হারিয়েছে পাল।
ভুলে যে মাঠে গেছে
ফসল তাকে তেড়ে দিয়েছে
কাস্তে পড়ে গেছে হস্ত হতে-
আঘাত করেছে তার পায়ে পড়ে
বলেছে তাকে সজাগ হতে,
বলেছে তাকে মনে করতে
আজকার এ মহান দিনটিতে
রাজপথ গিয়েছিলো রক্তে ভরে
পরিণিত হয়েছিলো লালসাগরে।
তা-কি তুমি বোঝোনা!
তা-কি তুমি মানোনা!
না বুঝলেও বুঝতে হবে
না দেখেও মানতে হবে-
শহিদ মিনার, ভাষা আন্দোলনের মান
উঁচাটান করতেই হবে; হে বাংলাভাষীগন।



রচনাঃ ফেব্রয়ারী, ১৯৮৭