তুমি হাসছো ওখানে
আমি দেখছি এখানে
আমার মনের আয়নাতে,
অযুত নিযুত তারার মাঝে-
একটা জোছনা ছেয়ে,
ছায়া ফেলেছে নীলজলে
ঢেউয়ের তালে তালে-
শাপলা পদ্মর সাথে,
ছলাত ছলাত হেনে-
হৃদয়ের সন্নিহিত কোণে।


জুই পুই শেফালি বনে
আধো আলো আধো আঁধারে
লুকোচুরি লুকোচুরি মনে মনে
লুকোচুরি কানামাছির ছলে,  
ঝাপটাফড়িং ব্যাঙের সনে-
তাই দেখে টোনাটুনি হাসে
কৃষ্ণচুড়ার মগডালে,
দোয়েল শ্যামা নাচে ...
তুমি আমার পাশে,
এই অন্তরের অন্তর্স্হলে।।


ভাদ্র, ১৪২১
আগষ্ট, ২০১৪
শাওয়াল, ১৪৩৫


উত্তরা, ঢাকা