দেখো দেখো গ্রাম বাসি  
নতুন করে বিলাও আঁখি !
শহর থেকে এসেছে যে প্রিয়সি
সে হাসলে ঝরে চাঁদের হাসি,
যতোই হোক অসুখি গরীব দুঃখী-
সে সাগর মহাসাগর সমূদ্র বিজয়ী
মনটা তার সাত ... ... . পৃথিবী।  
ভালোলাগে তার বিলমাছ বাসমতি
শিশির ভেজা শুভ্র, প্রভাত ফেরি -
কদম, নীলবর্ণ ফড়িং প্রজাপতি
ভালোলাগে চং ফেসকা চিল ঘুড়ি  
সন্ধ্যা রাতে জোনাকির সাথে মিটিমিটি  
দাদা-নানী, নানা-দাদী'র মুক্তি কাহিনী।
দেখো দেখো ভালো করে দেখো সবই
সে ডায়ানার কপি !!!
তোমাদের ভাবনায় ভাসছে যার ছবি ...
  


বুধবার
১২ ভাদ্র, ১৪২১
২৭ আগষ্ট, ২০১৪
৩০ শাওয়াল, ১৪৩৫


ভালূকা, ময়মনসিংহ