দেখো দেখো গ্রাম বাসি
কি এলাহি কান্ড!
পড়েছে সে নীল শাড়ি
পল্লী আজ অনন্য,
সে আলালের দুলারি
পা ছোঁয়নি মাটি কখনো
কোনটি দোঁয়াশ মাটি
জানেনা আজও এখনো
পল খড় পাটকাঠি
উননে আছে ব্যস্ত;
ফরমালিনহীন শাকসবজি
মৃদুপানি বিশুদ্ধ।
আদরিনি সোহাগিনি
কমেছে শহরের মায়ামোহ
দিঘির জলে রাঙা বেলি
সাঁতার সাথে রাজহংস।


১৩ ভাদ্র, ১৪২১
২৮ আগষ্ট, ২০১৪


উত্তরা, ঢাকা