দেখো দেখো গ্রাম বাসি
কি অবাক কান্ড !
সাঁতার শিখে প্রতিদন্দ্বী
সপ্তাহেই পরিপক্ক,
উঁচু নিচু মিছে সবই
কচুরি পদ্ম সংঘ,
সাদাবকের ঠোঁটে পুঁটি
বড় নয় বংশ।
সর্পের চেপেছে টুটি
গছি কৈ শংখ,
এসব দেখে নন্দিনী
শহর তার পড়ন্ত।
দিন দিন বাড়ছে দৃষ্টি
বন্দিগীর শখ,
সুবাসিত শিমুলতলি
ছুঁয়েছে সে কাশ,
স্নান মনে ঝিলিমিলি
বাঁশ বাঁধা ঘাট,
এলোচুলে দ্বিপ্রহর দু'রবি
ফেলেছে আজ আঁচ ...



১৪ ভাদ্র, ১৪২১
২৯ আগষ্ট, ২০১৪


উত্তরা, ঢাকা