দেখো দেখো গ্রাম বাসি
দু'ধারে নাচছে বৃক্ষ আজি
নিম অর্জুন ইউ মেহগনি,
ঝনঝন গনগন দখিনা চুড়ি
সবুজ কেড়েছে বদন খানি
কোমল পা ছুঁয়েছে মাটি !
পেন্সিলহিল ছিলো যার পাটি  
মৃদতাপ গুড়গুড় হাঁটাহাঁটি ...
নির্মল বাতাসে উড়ছে চুলের বেলি।
ত্রিমোহনির কানাকানি লজ্জাবতি  !
কি সাহসি, মিষ্টি- কে ওই রমনী ?
ভয় ডর নাই কিছু বুঝি!
এখুনি নামবে যে গোধূলি,
এডাল ওডালে কাঠবিড়ালি
কিঁচিরমিঁচির সারস টোনাটুনি
জোনাকিদের বিরামহীন ঝারবাতি,
পূর্ণিমা করেছে সে কার বাড়ি ...?


শনিবার
১৫ ভাদ্র, ১৪২১
৩০ আগষ্ট, ২০১৪
জ্বিলক্বদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ