দেখো দেখো গ্রাম বাসি
শার্ট প্যান্ট পরিহিত কোন রুপসী !
ধানের জমি দিচ্ছি নিড়ানি -
মাথার মাথাল পাতার তৈরি
পানি ভর্তি মাটির কলসি,
আগাছা গুলো মাটিতে পুতে রাখি
পচে হবে জৈবসারের অংশীদারি।
অধিক কীটনাশক পরিহার করি
ফরমালিন মুক্ত ফসল তুলি
সার সেরা জৈব গবাদি,
মানবকে রোগ মুক্ত রাখি
অন্যকেও উৎসাহিত করি,
সবুজ সতেজ জোয়ান জমি
জমির ভেতর ডালপালা গারি  
পাখিদের আবাস স্হল গড়ি -
নিধন করবে মরক পোকাগুলি ...


রবিবার
১৬ ভাদ্র, ১৪২১
৩১ আগষ্ট, ২০১৪
০৫ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ