দেখো দেখো গ্রাম বাসি
দুটি ভেলা পাশাপাশি-
রোদে জলে মাখামাখি,
ডুবুরির মুচকি হাসি!
বিলের মাঝে জল ছোরাছুরি
সব শাপলা ফুটেছে আজি -
শালুক পাতার বন কল-কাকলি
চুয়ার পাড়ে জেগে আছে মৌরি
মৌসুমি ফুল সুরভি।
স্রোতে ভেসে যাচ্ছে কচুরি
খারগুলোও নিরবধি।
খলাইয়ে ভরছে খরকাটি চিরাতি -
মাঝে মধ্যে তার প্রিয় শ্যামলা পুঁটি,
শিং কৈ দু’একটি।
চিঁলচিঁল রোদে ঝিলিমিলি-
খিলখিল করে হাসছে রবি
খেয়াল নাই একটু আঁধটি-
টস-টস, করছে রুপসী!
উপসে পড়বে বুঝি অঞ্জলি ...


মঙ্গলবার
১৮ ভাদ্র, ১৪২১
০২ সেপ্টেম্বর, ২০১৪
০৭ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ