দেখো দেখো গ্রাম বাসি
নকশিকাঁথায় সূঁচ ছুঁয়েছে কি ?
ইভটিজিংয়ের দায়ে গণ পিটুনি
নাগড়ার মালা, চপ্পলেরবারি
নাক ছেঁচরা, থুতু ফেলে থুতু চাটনি।
কিছুজন করতে চেয়েছিলো মাস্তানি
রাস্তার মোড়ে মাসোয়ারা চাঁদাবাজি
তাদের আরও করুণ কাহিণী,
মাথা ন্যাড়া আলকাতরা গরমপানি
হাত পায়ে বেড়ী,
জেগেছে জনতা জেগেছে নারী-
মাঠের এককোণে দাঁড়িয়ে হাসছে কিশোরি।
শিশু শ্রম বাল্য-বিবাহও ভীষণ অপরাধী-
প্রত্যক্ষ পরক্ষ ভাবে বাপ-মা মোড়ল কাজী
পরিষধ থেকে নোটিশ জারী;
আদর করছে, ভুল হয়েছে! মা জননী ...


শুক্রবার
২১ ভাদ্র, ১৪২১
০৫ সেপ্টেম্বর, ২০১৪
১০ জিলকদ, ১৪৩৫


উত্তরা, ঢাকা