দেখো দেখো গ্রাম বাসি
নকশিকাঁথায় সূঁচ ছুঁয়েছে কি?
ধান ভানছে মা বোন ঝি
পালাক্রমে পাশের বাড়ির চাচী বৌদি
বকন আতনা গাছের ঢেঁকি,
চালের আটা, ফিন্নির ফিরিস্তি-
জাতায় ভাংছে বাকলা মশুরি,
ছিকায় ঝুলানো মাটির বাহারি হাঁড়ি
বদনা থালা বাটি ঘটি,
বেতের ছড়ি ঝুড়ি-
মউনা কলার ছড়ি,
মেঝেয় দানাগুড়ের মটকি।
ভাতের মাড়ে আছে পুষ্টি
দু'জনে করছে কাড়াকাড়ি
কার চেয়ে কার বাড়বে শক্তি
বোনটি বড্ড অভিমানি!
ছুঁতে দিচ্ছেনা দই,
এমনি মজা বিন্নির সাদা খই।


শনিবার
২২ ভাদ্র, ১৪২১
০৬ সেপ্টেম্বর, ২০১৪
১১ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ