দেখো দেখো গ্রাম বাসি
নকশিকাঁথায় সূঁচ ছুঁয়েছে কি?
হুক্কা টানছে দাদু ভাই
পরক্ষনে কাশি!
বারান্দায় দৌড়ে আসছে নাতী
এসব হচ্ছে ... কী ?
কতবার বলেছি তামাক বিষের শিশি -
অকালে মরতে চাও তুমি?  
তবে কার সংগে হাসবে দাদী!!  
আমরাও রেহাই পাবোনা জানি
অধুমপায়ীদের আরও বেশি-
তিন-চার গুন ক্ষতি!!!  
আজ কলেজ থেকে ফিরুক দিদি,
তোমার সংগে আড়ি আড়ি ...
একসত্যি, দুইসত্যি, তিন সত্যি-
ধুমপান না ছাড়লে আর বলবোনা কথা একটি???
তুমি জানো, তবু কেনো বোকামি-
ক্যান্সারে আক্রান্ত অধিকাংশ ভুক্তভোগী    
আফিম তামাক নিকোটিনের সৃষ্টি।


রবিবার
২৩ ভাদ্র, ১৪২১
০৭ সেপ্টেম্বর, ২০১৪
১১ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ