শহুরে রূপসির আজ মন ভারী
নকশিকাঁথার সূঁচে বেদনা রাশি রাশি
সুপ-সুপ, চুপ-চুপ পড়ছে বৃষ্টি ......
উল্টা পাল্টা বাতাসে নড়ছে খুঁটি,
রাত-দিন একাকার সপ্তাহব্যাপী
নিশ্চিহ্ন ঘাট মেঠোপথ রাস্তাগুলি
-চলছেনা কোনো গাড়ী,
হাট-বাজার নিরব নিস্তব্দ নিরবধি-
ভেসে যাচ্ছে গ্রামগুলি
যোগ হয়েছে উজান বানের পানি।
ঘুরে ঘুরে দেখছে গাঁয়ের বান্ধবি;
তোমাদের এত দুঃখ!
এত অসহনীয় কষ্ট-
এত দুর্দশা- গ্রাম বাসি!!!
টিনের চাল ছুঁয়ছেনা বৃষ্টি
পানির উপরে পড়ছে পানি ...
নিম্নাঞ্চলে দেখা যাচ্ছেনা ঘরবাড়ি,
দেখা যাচ্ছেনা গরু ছাগল ভেড়া হাস মুরগি
যা দেখা যাচ্ছে- তা তালগাছ সুপারি-
এরাও ফিরে পাবেনা ওদের জীবনখানি ...


সোমবার
২৪ ভাদ্র, ১৪২১
০৮ সেপ্টেম্বর, ২০১৪
১২ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ