দুধের জন্য কাঁদছে শিশু
জননী ক্ষুদায় ঢের কাবু!
অবুঝ আরও অবুঝ,
বুঝছে না সে কিছু-
কান্নার স্বর দুরুদুরু!
নয়ন নদী শুধু,
বিপদ ছাড়ছেনা পিছু।
চারিদিক দুষিত বায়ু  
ফুরে আসছে আয়ু!!!
মিলছেনা কোথাও;  
একখন্ড রুটি আলু
কিংবা একটা শালু।
মেঘের নিচে
মেঘ নেমেছে
দু'হাত গেছে ছুঁয়ে,
অদুরে মিশেছে নদে
বিজলি ক্ষনে ক্ষনে,
ভ্যাপসা গরম তুঙ্গে-
ফের হলে মেঘ ছিদ্রি
সাগরে ভাসবে সবই।


বুধবার
২৬ ভাদ্র, ১৪২১
১০ সেপ্টেম্বর, ২০১৪
১৪ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ