কতো অসহায় বান ভাসি!!!
প্রতিটি মূহর্ত তিমির রাত্রি
বন্যার অবনতি ... !  
আজও বেড়েছে ছাপান্ন সেঃমিঃ
স্তব্দ পৃথিবী!!!
শো-শো শব্দ কলকলানি
হাংগর পেটে কামড়ানি
সইছে না আর দেরি,
জীবনটা বুঝি বের হবে এখুনি।
ওই দূরে দেখা যাচ্ছে একটা তরী
কে জানে কোথায় ভিড়াবে মাঝি!
বাঁধের সকলের হাতছানি-  
আমায় দাও একটা রুটি
একটু বিশুদ্ধ পানি!!
হুড়োহুড়ি পাড়াপাড়ি-
পেলো আঁধটুকু যদি,
পিছন ফিরে দেখে আঁখি;
হাত পেতে আছে বৃদ্ধ বৃদ্ধা নারী।


বুধবার
২৭ ভাদ্র, ১৪২১
১১ সেপ্টেম্বর, ২০১৪
১৫ জিলকদ, ১৪৩৫


উত্তরা, ঢাকা