কান পেতে কাল আজ
শোনা যাচ্ছেনা ট্রলারের আওয়াজ
দেখা যাচ্ছেনা আশার নহর
দু’টা দানার প্রতিক্ষা; বিস্কিট চানাচুর
যাই হোক চকলেট আচার।
কে জানতো হঠ্যাৎ বান ভাসি!
ছিলোনা কোনো পূর্ব প্রস্ততি-
আটা ময়দা শুকনা চিড়া মুড়ি,  
বিকিয়ে দেওয়া যেতো গবাদি
বন্যার পরবর্তী নতুন খোয়ার
নতুন হালের জোয়ার।
এখন তো সহায় সম্বলহীন
আছে পড়নের কাপড় চোপর সাথে দুখের বীণ।
হয়ত কবুতর, যদি থাকে বেঁচে!
গাছে অথবা কারো আশ্রয়ে
যদি রাখে মনে!
যদি আসে ফিরে!
যদি চিনতে পারে নয়া ঝুপরিটারে!!!  


শুক্রবার
২৮ ভাদ্র, ১৪২১
১২ সেপ্টেম্বর, ২০১৪
১৬ জিলকদ, ১৪৩৫


উত্তরা, ঢাকা