শেষ অবধি-
টিকলোনা বাঁধটি!!!
দু’পাশ লাফিয়ে ঝাপিয়ে পানি আর পানি
ক্ষনিকে তলে গেলো বাকি ঘরবাড়ি
গাছ-গাছরা গুলি ওলট পালট কুন্ডলি
চোখ ঠাহরে রাখা যাচ্ছেনা বিধি!
সীমারেখা নেই, নেই পরিধি-
শো-শো শব্দে নিস্তব্দ পৃথিবী,
কোথায় যাচ্ছে মরদেহগুলি?
লক্ষ মানুষের কেয়ামত আজই-
বেওয়ারিশ নামেও হবেনা কবর কুলখানি।
কোন দরিয়ায় হবে দাফন কাফন
কি করে শান্তনা, কপালের লিখন?
সর্বনাশি! উজানের পানি
নিষ্ঠুর তোর নিয়ম নীতি
তুই এতো পাষাণি!!!
সব কিছু কেড়ে নিলি।


সোমবার
৩১ ভাদ্র, ১৪২১
১৫ সেপ্টেম্বর, ২০১৪
১৯ জিলকদ, ১৪৩৫
ভালুকা, ময়মনসিংহ