তুই ছলনাময়ী মায়াবিনি
কলা ঝুলে কতো কি নিলি!    
তোর জাত-কুল নেই
নেই ধর্ম, নেই বিধি-
কোথায় তোর উৎপত্তি,
আর কাদের কাঁদালি-  
এমন করে গ্রাস করলি- ?
একবারও ভাবলিনা কলঙ্কিনি!
কেমন তোর অধিপতি?
খরা মৌসমে মরে যাস
তখন কতো হা-হুঁতাস!!
সেদিন কানে যায়না বাতাস
আর আজ সাগরে ভাসাস!!!
কে তোর নিয়ন্ত্রণ কারী?
শিষ্ঠাচার তার নীতি-
তুই কি একক সম্পত্তি?
সর্বনাশি! উজানের পানি;
তুই খুনি-
তুই মহা খুনি।।
কবে কড়ায় গন্ডায় হিস্যা দিবি?



মঙ্গলবার
০১ আশ্বিন, ১৪২১
১৬ সেপ্টেম্বর, ২০১৪
২০ জিলকদ, ১৪৩৫
ভালুকা, ময়মনসিংহ