দুর্যোগ মোকাবেলায় নানান স্বেচ্ছা সেবি
কর্মকর্তা-কর্মচারি নেতা-নেত্রী।
শহরে পেট্রোল পাম্পগুলোরও বেহাল গতি
যোগাযোগ বিচ্ছিন্ন দেশবব্যাপী,
কয়েকদিনে ফুরে গেছে ইঞ্জিনের ফুয়েল সবই
স্রোতের প্রতিকুলে যুদ্ধ করে প্রেশান খুবই,
হেলিকাপ্টারে ফুয়েল- উদ্ধারের পাশাপাশি।
স্কুলগুলো আশ্রয় কেন্দ্র চার-পাঁচতলা হতো যদি
তবে কিছুলোক রক্ষা পেতো মহাদুর্যোগে অতি
স্বেচ্ছাসেবক কেন্দ্র নিয়ে হতোনা হয়রানি
যদিও অপ্রতুল ঔষধসহ খাদ্য সামগ্রি।
সমস্যার চেয়েও বড় সমস্যা এখন বিশুদ্ধ পানি!!!
ঐ দূরে- এ দিকেই আসছে লঞ্চে তরুণতরুণি
আর ভয় নাই, দেরিতে হলেও এবার সূর্যদয় জানি।


বুধবার
০২ আশ্বিন, ১৪২১
১৭ সেপ্টেম্বর, ২০১৪
২১ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ