জেগে উঠছে ঘর বাড়ি-
সকলের মুখ হাসি খুশি!
পাল্লা দিয়ে বানের শশি
দূর্ভোগও বাড়ছে পাশাপাশি,
ঘরের টুয়ে কাদা মাটি-
কাঠ কাঠামোর নেই শক্তি
পচে গলে দূর্গন্ধ- বিশ্রি।  
অক্ষত যদিও দালান গুলি
মরার ওপর খাড়া লার্থি-
অস্তিত্বহীন মাটির কোঠা সবই
ফেলানির খরের ঝুপরিটি।
গাছে লেপ্টে আছে নাড়ি ভূড়ি
কঙ্কাল! কার দেহ জানি?
পানি বাহিত আতঙ্কে গ্রাম বাসি
বাতাস আরও গভীর ভারী!  
সব পানি ফুটানো অতি জরুরী
থালা-বাসনসহ স্নানের ঘাটটি।


শনিবার
০৫ আশ্বিন, ১৪২১
২০ সেপ্টেম্বর, ২০১৪
২৪ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ