দেখো দেখো গ্রাম বাসি
বড় বড় শহরেও কম নয় ভোগান্তি
একটু বৃষ্টিতেই ভরে যায় অলিগলি
কোমর পর্যন্ত বদ্ধ পানি,
নিস্কাশনের নিদারুণ পরিণতি
পরিকল্পনাহীন দালান আকাশচুম্বি।
রাস্তা পথে সোঁয়ারের গ্লানি
স্কুলে যেতে পারছেনা ছাত্র ছাত্রী
অফিস আদালতে পৌঁছতে দেরী
তবু নিশ্চুপ পরিবেশবাদী!
কি করে হবে উন্নতি?
এগুবে দেশ, দেশের অর্থনীতি?
এসবের জন্য বেশি দায়ী দূর্নীতি
সচেতনতা বৃদ্ধি ছাড়া মিছে সবই
কথায় কথায় নয় দলনীতি?
ভালোবাসতে হবে দেশ, দেশের মাটি-
তবেই হতে পারবো উঁচু জাতি।
গায়ের মানুষের যেনো খোঁজ খবর রাখি
সুখে দুখে সদা সর্বদা পাশে থাকি।।


সোমবার
০৭ আশ্বিন, ১৪২১
২২ সেপ্টেম্বর, ২০১৪
২৬ জিলকদ, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ