মশা মাছির উপদ্রব বেড়েছে বেশি
ডেঙ্গু ম্যালেরিয়া অজানা রোগ ব্যাধি,
যদিও অবশিষ্ট সর্বনাশি বন্যার পানি  
তবুও আজ এক পসলা রহমত বৃষ্টি
এনে দিতে পারে অনেকটা স্বস্তি;
ধুয়ে মুছে নিয়ে যাবে কাদা মাটি
ময়লা আবর্জনা নর্দমা পচা বাসি।
মেডিকেল টিম তৎপর অতি!
পরিস্কার পরিচ্ছন্নতা বেশি জরুরি
যদিও প্রতিষেধক জনপ্রতি-
প্রস্তত; প্রয়োজনীয় ঔষধ সামগ্রি।
বায়োস্কোপে দেখাচ্ছে ছবি-  
বন্যা পরবর্তী করণীয় কি কী ... ?
যদিও ইন্টারনেটে পাওয়া যাচ্ছে সবই।


শুক্রবার
১১ আশ্বিন, ১৪২১
২৬ সেপ্টেম্বর, ২০১৪
৩০ জিলকদ, ১৪৩৫


উত্তরা, ঢাকা