আজকাল কেমন জানি
যেনো বিরহ বিরহিণী-
বিয়োগফলের প্রতিদ্বন্দ্বী,
স্বার্থপরতার শিরোমনি!  
ঠিক যেমনটি আমি?
লিখছি, পোষ্ট করছি-
অতঃপর চলে যাচ্ছি!
কেনো মন্তব্যের আশা করি?
নিজেকে চালাক ভাবছি!
আসলে কি তাই?
নিজেই নিজেকে ঠকাচ্ছি
মিস করছি নিজের মিষ্টি?
যাচ্ছিনা তাঁর বাড়ি-
চড়ছেনা আমার গাড়ি,
যদিও হচ্ছে লেখা কাটতি
অনবদ্য বাড়ছে নতুন কবি
তবুও কমছে মন্তব্যকারী।
তবে কি লজ্জাবতি!
যেতে কিসের ভয় ভীতি?
যে- যেভাবেই পারি;
যাই বন্ধুর বাড়ি ...
লয়ে ঝাল টক মিষ্টি!
সাঁজাই আসরের ডালি
ফুল-ফলে ভরে তুলি।।


সোমবার
১৪ আশ্বিন, ১৪২১  
২৯ সেপ্টেম্বর, ২০১৪
০৩ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ


(ইচ্ছে ছিল ধারাবাহিক শেষ করেই তবে অন্য লেখায় হাত দেওয়ার, কিন্তু পারলামনা। দিন দিন আমি কেমন যেন হয়ে যাচ্ছি; মন্তব্য না করে তীর্থের কাকের মতন অন্যের মন্তব্যের আশায় থাকি, তাই নিজেকে কিছু প্রশ্ন?


আর এই লেখা, মাঝপথে লাইনচ্যুত।)