ঝুঁকির চেয়েও বেশি ঝুঁকি
তবুও নাই কোন গতি-
ছাদেই আসো মা জননী!
উঠতে হবে তাড়াতাড়ি-
ট্রাক ভ্যানেও নেই খালি।


ছুটছে মানুষ গ্রামের বাড়ি
ছুটির সাথে দাদী নানী,
ঈদের ছুটি-
পূজার ছুটি-
একসাথে সব বাঙ্গালী
কি গরীব কি ধণি!  
রাস্তা-ঘাট-ও হাসি খুশি-
উপসে পড়া ভিড় ঠেলি?
পিন পরিমান নেই খালি-
লঞ্চ বাস বিমান রেলগাড়ি,
পায়ে হেঁটেও খানিক পাড়ি।


ধূলো-বালি পথের সাথি-
মাস্ক ব্যবহার সবার জরুরি,
দূরে রাখে রোগ ব্যাধি।।


শনিবার
১৯ আশ্বিন, ১৪২১  
০৪ অক্টোবর, ২০১৪
০৮ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ