বর্ষার টানা পোড়নের মাঝে
কখন যে এসেছে মাহে রমজান
আজ রাতেই পহেলা তারাবীহ!
ব্যতি-ব্যস্ত সকল মুসলমান।
ভালো-মন্দ বাজার করে
তাড়াতাড়ি ফিরছে বাড়ি,  
সামনের কাতারে দাঁড়ালে-  
সোয়াঁব পাওয়া যায় বেশি।
আর দেরি নয় ঘুমে যেতে-
ঠিক ঠিক শেষরাতে সেহরি,
ফজরের নামাজের আগে
বিছানায় নয় কভূ গড়াগড়ি।
কাজের ফাঁকে- ফাঁকে-
যোহর আসর বন্দিগী,
মাগরীব আজানের সংগে সংগে
অতি সাধ্যমত রহমতের ইফতারি।


মাহে রমজান মহা মেহমান
তিনটি ধাপের সিড়ি;
রহমত মাগফেরাত নাজাত-  
ইবলিস বন্ধি।
পরতে পরতে গুনাহ মাফ
বন্ধ কবরের শাস্তি,
মোরদারা এসে দ্বারে দ্বারে
করছে কাকুতি মিনতি
কখন করবে ওরছ সন্তান;  
আত্নার শান্তির কান্নাকাটি,
বেচে থাকতে বাবাধন-
রেখেছি সম্পদ লক্ষকোটি
তার কিছু করো দান,  
অজগর বিচ্ছু পিপীলিকা হয়ে
অনবরত করে দংশন!
আর বলে;
আস্বাদন কেমন লাগে!
আমি তোর রেখে আসা সম্পত্তি,
গচ্ছিত মোহর সোনার চান্দি।