কাঁশ বন শন-শন
প্রিয়সির আনমন;  
বলাকা দেখে আনচান
শালিকের শুনে গুঞ্জন  
কৃঞ্চচূড়ায় হারায় ক্ষণ।


মেঘ উড়ছে ছিঁড়ে ছিঁড়ে
দক্ষিণ থেকে উত্তরে,
পূর্বাকাশ আছে ঢেকে
কখন ডাকবে তাকে-
কাক ডাকা ভোরে,
বাবুই বাসা তাল গাছে
দুলছে যেনো মনে।


পাখিদের কিচির মিচির
প্রজাপতি বেজায় অধীর
বইছে হাওয়া শির শির
শরৎ প্রাণে নানান ভীড়।


সোমবার
২৮ আশ্বিন, ১৪২১  
১৩ অক্টোবর, ২০১৪
১৭ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ