তুমি কবে বন্ধু হবে-
বন্ধুর প্রেমে অন্ধ হয়ে
বদ্ধ ঘরের কপাট খুলবে,
আমায় নিয়ে ছবি এঁকে
মস্ত বড় শিল্পী হবে।
দখিনা বাতাসে মন জুড়ায়ে
তুমি কবে হারিয়ে যাবে-
নীল আকাশে মেঘের পরে,
তারাদের কাছে-
মিটিমিটি হেসে।
তুমি কবে কবি হবে-
আমার মাঝে পঙক্তি খুঁজবে,
খুঁজতে খুঁজতে দেশ বিদেশে-
শান্তি সুখের আলো ছড়াবে
মস্ত বড় নাম কুড়াবে!
খুশির বন্যা মঙ্গল গ্রহে।
তুমি কবে জোঁক হবে-
হৃদয় চিরে বিরল তবে,
অযুত নিযুত লোকের মাঝে
প্রজাপতির ডানা মেলে-
দু’জন উড়ব এক সাথে।


অনুরোধঃ
বানানে আমি অজ্ঞ,
বন্ধু- করে দিন শুদ্ধ।


বুধবার
৩০ আশ্বিন, ১৪২১  
১৫ অক্টোবর, ২০১৪
১৯ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ