কি অপরূপ তুমি!
কি শোভায় সুরভিত পরিপাটি
নিখাদ তুমি, নিঁখুত তোমার গাঁথুনি-
তোমার বুকে খাল বিল নদী
শাপলা-পদ্ম, শালুক-কলমি,
বলাকা শালিক করছে উড়াউড়ি।
কাশ ফুল বনে মউলি;
ফিরে পায় তার হারানো স্মৃতি
হাত ধরে বলেছিলে; আমি ফেরারি-
ফের শরতে হেথায় এসো তুমি,
কানায় কানায় ভরে দেবো সত্যি-
তোমার হলদে সবুজ হাত দুটি!  
নিখাদ প্রেম, খাঁটি সোনা মাটি-  
আঁচল পেতে নিও সোহাগিনী;
কৃষ্ণচূড়া-বকুল, কদম-শেফালি।
রাগ করোনা অভিমানি!
ভুলে যেয়ো আদরিনী;
আমার দেয়া ব্যথাবেদনা যাতনাগুলি।


শুক্রবার
০২ কার্ত্তিক, ১৪২১  
১৭ অক্টোবর, ২০১৪
২১ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ