চাইনা আমি অট্টালিকা
চাইনা হোটেল সাত তারা,
চাইনা আমি নাম-যশঃ
চাইনা বিড়ালের শ্বাস প্রশ্বাস।


চাইনা আমি তাজমহল
চাই যে শুধু তোমার আঁচল,
আমার যখন মরণ হবে-
ঠাঁই দিও তখন তোমার কোলে।


পাপগুলো দিও মাফ করে
রহমতের দরজা দিও খুলে,
তোমার কভু করুণা ছাড়া-
পুলসিরাত হবেনা পাড়ি দেওয়া।



বুধবার
০৭ কার্ত্তিক, ১৪২১  
২২ অক্টোবর, ২০১৪
২৬ জিলহজ্, ১৪৩৫


ভালুকা, ময়মনসিংহ