পার্থিব পৃথিবী আমায় আর ডাকিসনা
তোর মায়ার বাঁধনে আর জড়াসনা-
পিছন ফিরে তাকাতে আর বলিসনা
মরীচিকায় ছুটে ছুটে আজ পথহারা।


কবর আমার অতি সন্নিকটে
যে কোনো সময় ডাক দেবে!
তোর যদি জানা থাকে, আমায় বলে দে;  
সেখানে যেয়ে ভালো থাকতে হলে-
এখানে কোন কোন কাজগুলো হবে করতে?
এতদিন ছিলাম তোর রঙ্গে রসে মজে-
একদিনও বলিসনি তোরে ছেড়ে হবে যেতে।


কবর আসল ঠিকানা যেতে হবেই হবে
প্রতিনিয়ত এগিয়ে আসছে কদমে কদমে।
এতদিন যা করেছি ক্ষণিক মায়া মোহ!
কতজনরে ঠকিয়েছি যত্রতত্র অহরহ ...
লোভ লালসায় ছিলাম বিভোর অন্ধ।


আজ ছানাতুন জাদি-দায়
প্রভু তোমার আঙিনায় ...
আর যেনো করিনা ভুল, দাও তওফিক  
তুমি আমায় দাও পানাহ্, করো রহমত-
অতি সহজ রেখো স্বর্গ-পথ আখেরাত।



রবিবার
১১ কার্ত্তিক, ১৪২১  
২৬ অক্টোবর, ২০১৪
০১ মহররম, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ