তুই আর আমি কত কাছাকাছি
চন্দ্র আর সূর্য যত মাখামাখি!
একজন নিভলে অন্যজন জ্বলি
একটা গোলাপে যেমন ফুল কলি,
তবু কেন মনে হয় মাঝপথে নদী
সংশয়; তীরে ভিড়বে কি তরী!
ক্ষণে পরিমাপ এভারেস্টের চূড়া
আবার ক্ষণে সমুদ্রের গভীরতা-
ক্ষণে  ক্ষণে বরফ কুণ্ড হিমাঙ্ক।
তবে প্রখর তুষারেও দেখব সূর্য-  
আবারও ভাবি জলোচ্ছ্বাসে নাই ভয়,
তুই আর আমি যদি ঠিক ঠিক রই  
স্রোতে গা ভাসিয়ে চলব একসাথেই
কোথাও না কোথাও কিনারা পাবই।


শুক্রবার
১৬ কার্তিক, ১৪২১  
৩১ অক্টোবর, ২০১৪
০৬ মহরম, ১৪৩৬


উত্তরা, ঢাকা